ডলারের বিনিময় হার ‘ব্যাপক’ বেড়েছে
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের তেজ ‘ব্যাপক’ বেড়েছে। গত ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে মার্কিন মুদ্রার বিনিময় হার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিসীমা বাড়তে পারে। এতে খেলাপির হাত থেকে বাঁচবে দেশটি। পাশাপাশি ইউএস অর্থনীতিও গতি পেয়েছে। এতে বিলম্বে সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে ডলারের মূল্যমান বৃদ্ধি পেয়েছে।
বুধবার (১৭ মে) প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। বর্তমানে তা ১০২ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এ প্রেক্ষাপটে ৬ সপ্তাহের সর্বনিম্নে নেমে গেছে ইউরোর মান। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ ডলার ০৮১১ সেন্টে।
জাপানি মুদ্রার বিরুদ্ধে গ্রিনব্যাক শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। প্রতি ডলারের মূল্য নিষ্পত্তি হয়েছে ১৩৭ দশমিক ৫৯ ইয়েনে।
চীনা মুদ্রা ইউয়ানের বিপরীতে ইউএস মুদ্রার দর বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ডলারপ্রতি দাম দাঁড়িয়েছে ৭ দশমিক ০০৭৭ ইউয়ান।
ওয়াশিংটনভিত্তিক মানেক্স ইউএসএ’র ফোরেক্স ট্রেডার হেলেন গিভেন বলেন, আমরা দেখেছি এদিন কয়েকটি কারণে ডলার চড়া হয়েছে।
তিনি বলেন, মার্কিন জাতীয় ঋণ সীমা বৃদ্ধি নিয়ে আলোচনা এগিয়েছে। প্রত্যাশার চেয়ে অর্থনীতি বেশি শক্তিশালী হয়েছে। এছাড়া আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যাওয়া নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ফেডের কর্মকর্তারা।