ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন গ্রহণ শুরু
সাদাকালো নিউজ
মন্দাবাজারে আরও এক বিমা কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে শুরু হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদন। চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আইপিওর মাধ্যমে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।
গত ২৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম সভায় কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
পুঁজিবাজারের টাকা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর ফলে পুঁজিবাজারে বিমা খাতের কোম্পানি তালিকাভুক্ত হতে যাচ্ছে ৫৭টি।