টানলেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং!
সাদাকালো নিউজ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ অত্যন্ত নিম্নামানের হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে তড়িঘড়ি করে রাস্তার কার্পেটিং করায় ১৫ দিনেই কয়েক জায়গায় ভেঙে গেছে পিচের রাস্তাটি।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইটের খোয়া আর নাম মাত্র পিচ ব্যবহার করা হয়েছে রাস্তার কাজে। উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলীকে ম্যানেজ করেই ঠিকাদার এমন দায়সারা কাজ করেছেন।
যার প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়- ৪৬ লাখ ৪ হাজার ১৯ টাকা। চুক্তিমূল্য হয় ৪৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা ৫ পয়সায়। কার্যাদেশ হয় ২০২১ সালের ১৭ নভেম্বর। কাজটি শুরু হয় ২৩ নভেম্বর ২০২১। এবং শেষ হয় ২০২২ সালের ২২ জানুয়ারি।
তবে স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কার্পেটিং করা হয়েছে। যা হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। একদিনের বৃষ্টিতেই কয়েক জায়গায় রাস্তা ভেঙে গেছে। সড়কে পানি নিষ্কাশনের জন্য কালভার্টের দরকার হলেও সরু পাইপের মতো কালভার্ট তৈরি করা হয়েছে। খুবই নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। যার ফলে কিছু কিছু স্থানে উঁচু নিচু হয়ে গেছে নতুন এ রাস্তার। ৪০ মি.মি. কার্পেটিং করার কথা থাকলেও অভিযোগ রয়েছে ২৫ মি.মি. কার্পেটিং করার। এদিকে কাজের কোনো বিলবোর্ড কাজের কোথাও দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে, যাদের এ কাজটি তদারকি করার কথা, তারা শুধু এসে ফটোশ্যুট করে নিয়ে চলে যাওয়ার পরে আর আসেননি। নিম্নমানের এ রাস্তা টেকসই হবে না।