টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার (৮ জুলাই) মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় আজ জয়ের বিকল্প নেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের হার, তামিম ইকবালের অবসর বিতর্ক মিলিয়ে দেশের ক্রিকেটে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল। তামিম ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলের সবার মনোযোগ ম্যাচের দিকে বলেই জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।
আফগানরা বাংলাদেশের জন্য বরাবরই শক্ত প্রতিপক্ষ। তার প্রমাণ তারা গত ম্যাচেও দিয়েছে। আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় তারা, এমনটিই জানিয়েছিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
বল হাতে আফগানরা প্রথম ম্যাচে জ্বলে উঠেছে। তবে, বাংলাদেশের পেস আক্রমণ তো সময়ের অন্যতম সেরা। যে কোনো দলকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা।