টপ সেভেন গেইনার দিয়ে শেষ হল আজকের লেনদেন
সাদাকালো নিউজ
দেশের অন্যতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৭ মার্চ) পূর্ণ হয়নি টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা। সাধারণত দর বৃদ্ধির সেরা ১০ কোম্পানি থাকে এই টপটেন গেইনার তালিকায়। রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতের কারণে শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছে। সে কারণে আজ বাড়েনি অধিকাংশ শেয়ারের দাম।
ডিএসইতে মাত্র ৭টি বা ১.৮৬ শতাংশ সিকিউরিটিজের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তাই, টপটেন গেইনার তালিকা না হয়ে টপ সেভেন গেইনার দিয়ে শেষ হয়েছে আজকের লেনদেন। ডিএসই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, আজ ডিএসইতে টপ সেভেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
সূত্র অনুযায়ী, কোম্পানিটি ৭৬৬ বারে মোট ২৭ লাখ ২৭ হাজার ৯০২টি শেয়ার লেনদেন করে।
শেয়ারের দর ১৫ টাকা ১০ পয়সা বা ৫.৩৪ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ায়র সর্বশেষ ২৯৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। যার শেয়ার বেড়েছে দর ২ টাকা ৩০ পয়সা বা ৩.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
টপ সেভেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, রবি, পদ্মা অয়েল ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।