জয়-লেখকের ‘অনিয়মের’ তালিকা যাচ্ছে শেখ হাসিনার হাতে!
সাদাকালো নিউজ
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের কার্যক্রমে ক্ষুব্ধ একটি অংশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তালিকা তৈরি করেছে সংগঠনটির অন্য নেতারা। যেটি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তারা। আজ শনিবার সংগঠনের ওইসব নেতার সই করা ‘অভিযোগপত্রটি’ সিলগালা করে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
আর এই অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সহ সভাপতিসহ শতাধিক নেতা পক্ষে সম্মতি দিয়েছেন বলে দাবি করেছেন ছাত্রলীগের বর্তমান কমিটির সহ সভাপতি কামাল খান, যিনি বিষয়টি সমন্বয় করছেন। দেশের একটি গণমাধ্যমের কাছে কামাল খান দাবি করেছেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিয়মের কোনো সীমা নেই। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী দুই মাস পরপর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সভা হওয়ার কথা থাকলেও বর্তমান কমিটির পুরো তিন বছর মেয়াদে মাত্র একটি সভা হয়েছে।
অন্যদের কোনো দায়িত্বও ভাগ করে দেয়া হয়নি দাবি করে তিনি বলেন, ‘সাধারণ সভা না হওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মূলত অকার্যকর। সাধারণ সভা হলে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো উপস্থাপন করা যেত। যেহেতু সাধারণ সভা হচ্ছে না, তাই আমরা আমাদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক তৃতীয়াংশ কেন্দ্রীয় কমিটির সদস্যদের সই নিয়ে অভিযোগপত্রটি দিয়েছি।’
ছাত্রলীগের আরেক সহ-সভাপতি সোহান খানের অভিযোগ, ‘জয়-লেখকের বিরুদ্ধে রয়েছে পাহাড়সম অভিযোগ। তারা যে সমস্ত কমিটি দিয়েছেন সেগুলোর ৯০ শতাংশ কমিটিতেই দুর্বল নেতৃত্ব এনেছেন। এছাড়াও কমিটিগুলোতে অছাত্র, বিবাহিত, বিএনপি-জামায়াত পরিবারের সদস্য স্থান পেয়েছেন।’
নির্বাহী সংসদের সঙ্গে সমন্বয়হীনতা, একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করতে গিয়ে ছাত্রলীগকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘সাম্প্রতিক যে কমিটিগুলো হচ্ছে, সেখানে অনৈতিক লেনদেন হচ্ছে, অর্থের বিষয়টা কিন্তু গণমাধ্যমে খুব জোরালোভাবে উঠে এসেছে।’