জয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ
সাদাকালো নিউজ
আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা নিজেদের সর্বশেষ ম্যাচ জিতেছেন ২০১৪ বিশ্বকাপে। এবার ভালো কিছুর প্রত্যাশা নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়া নিগার সুলতানারা প্রথম তিন ম্যাচই হেরেছেন। বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে তাঁদের।
আজ ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচটা অন্তত জয় দিয়ে রাঙাতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে গতকাল তিনি বলেছেন, ‘আমরা একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। কিছু বিষয় ভালোভাবে আমাদের পক্ষে যায়নি। আমরা বিশ্বকাপে দল হিসেবে খেলতে পারিনি। আমরা যদি ভালো করতে পারি এবং একটা ম্যাচ জিততে পারি তাহলে হয়তো সবকিছু ঢেকে যাবে। যদি আমরা একটা জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারি তাহলে এটা ভবিষ্যতে আমাদের সহায়তা করবে।’
প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ১-এর শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ৪ পয়েন্টে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। দক্ষিণ আফ্রিকার এই সমীকরণ জানা নিগার সুলতানার। বাংলাদেশ অধিনায়ক তাই বলেছেন, ‘আমরা জানি, এটা তাদের কাছে চাপের ম্যাচ। কিন্তু যদি আমরা আমাদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি, ভালো কিছু সম্ভব।’