জয়ের স্বপ্ন নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
সাদাকালো নিউজ
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে একটু পিছিয়ে থাকলেও পরের তিন দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে বাংলাদেশই। আর নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয়ার পর চতুর্থ দিন শেষে লঙ্কানদের দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে এখন জয়ের স্বপ্নই দেখছেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই সেঞ্চুরি এবং দুই হাফ-সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৬৫ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে শেষ বিকেলের খেলায় ৩৯ রান তুলতেই দুই উইকেট হারিয়েছে লঙ্কানরা। ফলে এখনও ২৯ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।
শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ওপেনার ওশাদা ফার্নান্দোকে। আউট হওয়ার আগে করেন ১৯ রান।
আর দ্বিতীয় উইকেটের ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের বলে আউট হওয়ার আগে মাত্র ২ রান করতে পেরেছেন লাসিথ এম্বুলদেনিয়া। এখন ১৮ রানে অপরাজিত রয়েছেন দলনেতা দিমুথ করুনারত্নে।