জ্বালানি তেল নিয়ে অস্থিরতা কাটছেই না
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা কাটছেই না। খানিক সময়ের জন্য দাম কমছে, তো পরক্ষণেই তা আবার বেড়ে যাচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) জ্বালানি পণ্যটির দর স্থিতিশীল ছিল। তবে পরের দিনই (বুধবার) ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এদিন তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে মজুত কমেছে। পাশাপাশি উৎপাদন কমানোর সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ ওপেক প্লাস। ফলে অপরিশোধিত জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে।
কার্যদিবসের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে ৩৮ সেন্ট। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৮৫ ডলার ৩২ সেন্টে।
যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ( রয়টার্সের) দর ঊর্ধ্বমুখী হয়েছে ৩৩ সেন্ট। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮১ ডলার ০৪ সেন্টে।
সম্প্রতি প্রকাশিত এক উপাত্তে দেখা গেছে, ৩১ মার্চ শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অশোধিত তেলের মজুত হ্রাস পেয়েছে ৪ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল। জ্বালানি পণ্যটির দাম বৃদ্ধিতে যা সহায়ক ভূমিকা পালন করেছে।