জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী
সাদাকালো নিউজ
বিশ্বের শীর্ষ তেল ভোক্তা যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সীমা বৃদ্ধি বিল পাস হয়েছে। এতে দেউলিয়া হওয়ার হাত থেকে বেঁচে গেছে দেশটি। পাশাপাশি সুদের হার বাড়ানো থেকে বিরত থাকতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে জ্বালানি পণ্য দাম বেড়ে গেছে।
বার্তা সংস্থা এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহের শেষদিকে বৈঠকে বসবে তেল উত্তোলনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাসের সদস্যদের মন্ত্রীরা। সেদিকেও নজর রাখতে হচ্ছে বিনিয়োগকারীদের। ফলে জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে।
শুক্রবার (২ জুন) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে ১ ডলার ৮৮ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৬ ডলার ১৬ সেন্ট।
যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ১ ডলার ৮৫ সেন্ট বা ২ দশমিক ৬ শতাংশ। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭১ ডলার ৯৫ সেন্টে।
ইউএস ঋণ সীমা ৩১ দশমিক ৪ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি বিল পাস হয়েছে। এতে খেলাপি হওয়া এড়িয়েছে দেশটি। তাতে বৈশ্বিক আর্থিক বাজার দৃঢ় হয়েছে।
এবার সুদের হার নাও বাড়াতে পারে ফেড। ফলে ডলারের দাম কমেছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে তেল কেনা সস্তা হয়ে গেছে।