জ্বালানি তেলের দাম বাড়ছেই
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছেই। এ নিয়ে টানা ৪ সপ্তাহ জ্বালানি পণ্যটির দর বাড়লো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে তেলের চাহিদা রেকর্ড বাড়বে। কারণ, চীনে ভোক্তা পুনরুদ্ধার শুরু হয়েছে। সর্বোপরি, দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে।
কিছুদিন আগে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোটের এ সিদ্ধান্তে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হতে পারে। এতে ঘাটতি দেখা দেয়ার উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভোক্তারা।
এ প্রেক্ষাপটে শুক্রবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ২২ সেন্ট। প্রতি ব্যারেলের দাম নিষ্পত্তি হয়েছে ৮৬ দশমিক ৩১ ডলারে।
মার্কিন বাজার আদর্শ অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ বা ৩৬ সেন্ট। ব্যারেলপ্রতি দাম স্থির হয়েছে ৮২ দশমিক ৫২ ডলারে।
এ নিয়ে টানা ৪ সপ্তাহ উভয় বাজার আদর্শের মূল্য বাড়লো।২০২২ সালের জুনের পর যা দীর্ঘমেয়াদে সর্বোচ্চ বৃদ্ধি। বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে অস্থিরতা কমেছে। এছাড়া উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। ফলে এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।