জেসিআই ঢাকা প্রিমিয়ারের জিএমএম অনুষ্ঠিত
সাদাকালো নিউজ
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন চ্যাপ্টার জেসিআই ঢাকা প্রিমিয়ারের সাধারণ সদস্য সভা (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর বনানীতে জেসিআই কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের প্রতিষ্ঠাতা ও স্থানীয় সভাপতি জান্নাত আরা মুক্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিডিসি সৈয়দ ফজলে মুনীম সৈকত, এনভিপি স্টিভ বেন ডি সিলভা, জেসিআই ঢাকা এলিট এর এলপি পারভেজ রানা, জেসিআই ঢাকা এক্সিলেন্স এর এলপি জয়ী হাসান এবং জেসিআই ঢাকা স্পার্কের এলপি নূরে আলম।
জেসিআই ঢাকা প্রিমিয়ারের প্রথম এই সভায় চলতি অর্থবছরের পরিকল্পনা পাশ করা হয়। অনুষ্ঠানে জেসিআই ঢাকা প্রিমিয়ারের বোর্ড মেম্বার এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও স্থানীয় নেতৃত্ব নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে অবস্থিত। বিশ্বের ১২৪টিরও বেশি দেশে কাজ করে এই সংগঠনটি।