জুয়ায় মজে ৫৮ কোটি খুইয়ে জিতলেন ৫ কোটি
সাদাকালো নিউজ
অনলাইন জুয়াতে মজে এক ব্যবসায়ী ৫৮ লাখ রুপি হারিয়ে জিতেছেন মাত্র ৫ কোটি রুপি। ভারতের নাগপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ গতকাল শনিবার এক সন্দেহভাজন জুয়াড়ির কাছে থেকে চার কেজি সোনার বারসহ ১৪ কোটি রুপি উদ্ধার করেছে। খবর এনডিটিভি
অভিযুক্ত যুবকের নাম অনন্ত ওরফে সন্টু নবরত্ন জৈন। তিনি নাগপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে গোন্দিয়া সিটিতে থাকতেন। পুলিশ তার বাসভবনে অভিযান চালানোর আগে তিনি পালিয়ে গেছেন। পুলিশ সন্দেহ করছে, তিনি পালিয়ে দুবাই গেছেন।
নাগপুরের পুলিশ কমিশনার অমশ কুমার বলেন, ওই ব্যবসায়ীকে প্রথমে অনলাইনে জুয়া খেলার জন্য আহ্বান জানায় অনন্ত ওরফে সন্টু। ব্যবসায়ী শুরুতে সাড়া না দিলেও লোভে পরে ৮ লাখ রুপি সন্টুকে দিয়ে দেন।
এরপর সন্টু ব্যবসায়ীকে একটি অনলাইন জুয়া অ্যাকাউন্ট খোলার জন্য হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠান। ব্যবসায়ী সেই অ্যাকাউন্টে ৮ লাখ রুপি জমা দেখতে পান এবং জুয়া খেলতে শুরু করেন। পরে সে ৫ কোটি রুপি জিতে গিয়ে ৫৮ কোটি হারান।
জুয়া খেলার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীর সন্দেহ হয় এবং ওই যুবকের কাছে অর্থ ফেরত চান। এ সময় সন্টু অর্থ ফেরৎ দিতে অসম্মতি প্রকাশ করেন।
এ ঘটনার পর ওই ব্যবসায়ী সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। পুলিশ গোন্দিয়াতে জৈনের বাসভবনে অভিযান চালায়। অভিযানে ১৪ কোটি নগদ রুপি এবং চার কেজি সোনার বারসহ যথেষ্ট পরিমাণ প্রমাণ জব্দ করা হয়েছে।