জুতার ভেতরে কোটি টাকার সোনা
সাদাকালো নিউজ
চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় জুতার ভেতর থেকে কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল শাহ মোহাম্মদ ইসতিয়াক।
এতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী সীমান্তের বুইচিতলা গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয় বিজিবি। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সশস্ত্র টহলদল। মোটরসাইকেল ও পায়ের জুতা ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পায়ের জুতাটি কেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ১ কেজি ৫১৫.৮৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেট কর্ণেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হবে।