জার্মান কাপ থেকে বায়ার্নের বিদায়
সাদাকালো নিউজ
অতিরিক্ত সময়ের গোল হজম করে জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৯৫ মিনিট পর্যন্ত সমতায় ছিল দুই দল। কিন্তু জামাল মুসিয়ালার হ্যান্ডবলে বদলে যায় দৃশ্যপট। সফল স্পট কিকে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রেইবুর্গ।
ইউলিয়ান নাগলসমানের স্থলাভিষিক্ত হওয়ার পর বায়ার্নের হয়ে থমাস টুখেলের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে এসে হার দেখলেন জার্মান কোচ। এই হারে একটি শিরোপা জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেল টুখেলের।
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ ও বলের দখলে এগিয়ে ছিল বায়ার্ন। ১৯ মিনিটে জশোয়া কিমিখের কর্নারে দুর্দান্ত হেডে জার্মান জায়ান্টদের এগিয়ে দেন ফরাসি তারকা দায়োত উপামেকানো। অবশ্য ৮ মিনিট পর ডি-বক্সের বাইরে হফলারের বুলেট গতির শটে সমতায় ফেরে ফ্রেইবুর্গ।
বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। কিন্তু যোগ করা সময়ে বড় ধাক্কা খায় বায়ার্ন। হফলারের পেনাল্টি গোলে হৃদয় ভাঙে বাভারিয়ানদের। একই রাতে রান্দাল কোলো মুয়ানির দুই মিনিটে দুই গোলে ইউনিয়ন বার্লিনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রাঙ্কফুর্ট।