জামিন চান সেই মিন্নি
তানজিলা ফাহিম
বরগুনার আলোচিত রিফাত শরীফকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়েছেন। তবে গত সপ্তাহে হাইকোর্টে করা মিন্নির এই জামিন আবেদনের শুনানি এখনও হয়নি। বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের কনডেম সেলে বন্দি আছেন মিন্নি। সেখানে কেমন আছেন তিনি? কী করছেন?
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের দাবি, সেখানে ভালো নেই মিন্নি। সেখানে খেতে পারে না। ঘুমাতে পারে না। সব সময় অসুস্থ থাকে। তাঁর শরীরে নানা ধরনের অসুখ বাসা বেঁধেছে। অনেক দুর্বল হয়ে পড়েছে সে। সেখানকার খাবার, পানি, আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না মিন্নি। ফলে তাঁর খুব কষ্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি মিন্নি জামিন পাবে বলে আশা করছেন তাঁর বাবা।
অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে, ভালো আছে মিন্নি। সুস্থ আছেন। নিয়ম অনুযায়ী মিন্নি যে সেলে আছেন সেখানে তাঁর একা থাকার কথা। কিন্তু অতিরিক্ত কয়েদি থাকায় একটি সেলে তিনজনকে রাখা হচ্ছে।
কারাসূত্রটি আরও জানায়, প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ আছে। মিন্নিও প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাঁর দাঁতের সমস্যা ছিলো। সেটার চিকিৎসা করানো হয়েছে। ফলে এখন তাঁর আর কোনো সমস্যা থাকার কথা নয়।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা শহরের সরকারি কলেজের সামনে প্রকাশ্যে শেষ করে দেয়া হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে। এ ঘটনায় প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তাঁর স্ত্রী মিন্নি। তবে ধীরে ধীরে ঘটনার মোড় নেই অন্যদিকে।