জন্মদিনে নিজ শহরে মেসির হ্যাটট্রিক
সাদাকালো নিউজ
বিশ্বকাপ জয়ের পর গতকাল ২৪ জুলাই প্রথম জন্মদিন ছিল লিওনেল মেসির। বিশেষ এই দিনটিকে উদযাপন করতে জন্মশহর রোজারিওতে গিয়েছিলেন মেসি। সেখানে গিয়ে জানতে পারেন তার জন্মদিনের দিন ফুটবলকে বিদায় জানাবে এক সময়ের জাতীয় দলের সতীর্থ নিউয়েল’স কিংবদন্তি ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজ। মেসিরও ফুটবলের হাতেখড়ির ক্লাব এই নিউয়েল’স ওল্ড বয়েজ। বন্ধুর বিদায়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে নিউয়েল’স বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন মেসি। রদ্রিগেজের বিদায়ী ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক আদায় করে রাঙান বন্ধুর বিদায়।
মেসির জন্মদিন ও রদ্রিগেজের বিদায় ম্যাচ—সব মিলিয়ে স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়াম জেগে উঠেছিল অন্য রকম এক আবহে। স্টেডিয়াম হাজির হয়েছিল ৪০ হাজারের বেশি সমর্থক। আতশবাজি ও উৎসব হয়েছে ম্যাচের পুরোটা সময়। রদ্রিগেজকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। যা আবেগি করেছে আর্জেন্টাইন মিডফিল্ডারকে।
প্রদর্শনী এই ম্যাচটিতে আর্জেন্টিনার সাবেক-বর্তমানদের অনেকেই মাঠে নেমেছিলেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও নিজেকে মাঠে নামা থেকে বিরত রাখতে পারেননি। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক আদায় করে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি মেসি। পরে সেই সুযোগে ৭-৫ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিউয়েল’সলিজেন্ড।
বিশেষ এই ম্যাচ নিয়ে মেসি বলেন, ‘এখানে আসার জন্য দিনটা খুব সুন্দর ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রদ্রিগেজকে সঙ্গ দিতে এখানে লোকেরা আজ এখানে এসেছে। আজকের দিনটা একেবারেই তাঁর।’
রোজারিওতে জন্মদিন উদযাপন করা নিয়ে মেসি বলেছেন, ‘অনেক দিন হয়ে গেল রোজারিওতে আমার পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছি। এটা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম জন্মদিন তাই এটা বিশেষ। আর রোজারিওতে আসাটা সব সময় বিশেষ। আমি আগেও বলেছিলাম, এবার আমাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। তবে অনেক অসাধারণ খেলোয়াড় এর মধ্যে চলে গেছে, যারা দারুণ সব কাজ করে গেছেন। কিন্তু তারা শেষ শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। যখন আমি ফুটবল ছেড়ে দেব, তখন আমি যা কিছু অর্জন করেছি তা মনে রাখব এবং উপভোগ করব।’
উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে বেশকিছু ক্লাবে খেলেছেন ৪২ বছর বয়সী রুদ্রিগেজ। ক্লাবের জার্সিতে ৫৫৬ ম্যাচে ১৬২টি গোল রয়েছে তার। -আর্জেন্টিনার জার্সিতে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৫৭ ম্যাচে ১৬টি গোল রয়েছে তার।