ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আলোচনায় বিতর্কিতরা!
সাদাকালো নিউজ
প্রায় ৭ মাস পর ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০১ সদস্যের এই কমিটিতে নানা অসংগতি দেখছেন সংগঠনটির কর্মীরা। তারা বলছেন, কমিটিতে স্থান পাওয়া অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের অপকর্ম নিয়ে গণমাধ্যমে অনেক সংবাদও প্রকাশিত হয়েছে। বিতর্কই যেন তাদের পদ পাওয়ার সিঁড়ি।
কমিটিতে স্থান পাওয়া যাদের নামে অভিযোগ রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন- সহ-সভাপতি উৎপল বিশ্বাস, সহ-সভাপতি তামান্না জেসমিন রিভা, সাংগঠনিক সম্পাদক অতনু বর্মন, সহসভাপতি শেখ শামীম আহম্মেদ তূর্য, উপবিজ্ঞান সম্পাদক এমদাদুল হাসান সোহাগ এবং উপপাঠাগার সম্পাদক রাজিয়া সুলতানা।
২০১৭ সালে সরস্বতী পূজার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে উৎপল বিশ্বাসের নামে। এছাড়া গত বছরজুড়ে আলোচনায় ছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন রিভা। ইডেনের এক ছাত্রীকে হুমকি দেয়া এবং সিট বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধেও রয়েছে সিট বাণিজ্যের অভিযোগ। এছাড়া সাংগঠনিক সম্পাদক অতনু বর্মন এবং আরেক সহ-সভাপতি শেখ শামীম আহম্মেদ তূর্যের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
উপবিজ্ঞানবিষয়ক সম্পাদক এমদাদুল হাসান সোহাগের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আবার পিবিআইয়ের চার্জশিটভুক্ত আসামি মো. শাহজালাল হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন, সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শান্ত, উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপধর্ম বিষয়ক সম্পাদক মো. আমির হামজা, উপসাহিত্য সম্পাদক হাবিবা আক্তার সাইমুন, আকলিমা আক্তার প্রভাতীসহ অনেকের নানা অপকর্মের বিষয়ে অতীতে খবর প্রকাশিত হয়েছে।
এসব বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, গণমাধ্যমে অনেক সংবাদই আসে। তবে কেউ যদি আইনানুগ প্রকিয়ায় অপরাধী হন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত এ রকম কিছু পাওয়া যায়নি।
এদিকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংগঠনটির অনেকেই। কেউ হতাশ পদ না পেয়ে, আবার কেউ পদ পেলেও সন্তুষ্ট নন তা নিয়ে। তারা বলছেন, সংগঠনের জন্য দিন-রাত পরিশ্রম এবং সব কর্মসূচিতে অংশ নিয়েও কাঙ্ক্ষিত পদ পাননি অথবা কমিটিতেই জায়গা হয়নি।