ছাড় দেওয়া হলো না শিশুখাদ্যেও!
সাদাকালো নিউজ
আগস্ট মাসের শুরু থেকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পর বাজারে শিশুদের খাদ্যসহ বিভিন্ন সামগ্রীতে পড়েছে প্রভাব। শিশুদের মায়ের দুধের বিকল্প বা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট (বিএমএস) এবং শিশুর ব্যবহার-যোগ্য ডায়াপারের মুল্যবৃদ্ধি। এসব পণ্য ক্রয় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকরা।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাতিরঝিল, রামপুরা, মহানগর প্রজেক্ট, শান্তিনগর, মগবাজার, পান্থপথ, এলিফ্যান্ট রোড, ইস্কাটন, বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন বাজারে নেসলে দুবাইয়ের তৈরি ৮০০ গ্রাম নান-১ গুঁড়া দুধ দুই হাজার ৭০০ টাকা থেকে ২৫০/৩০০ টাকা বেড়ে দুই হাজার ৯৫০ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।
৩৬ পিসের এক প্যাকেট ডায়াপার ৫৬০ থেকে ৩০ টাকা বেড়ে ৫৯০ টাকা। বড় সাইজের ৪৪ পিসের ম্যামি-পকো-প্যান্টস ডায়াপার এক হাজার ১৫০ টাকা থেকে ১৫০ টাকা বেড়ে এক হাজার ৩০০ টাকা। তিন থেকে ছয় কেজি ওজনের শিশুর বিভিন্ন ব্র্যান্ডের ৪০ পিসের এক প্যাকেট প্যান্ট ডায়াপার ৭০০ থেকে ৫০ টাকা বেড়ে ৭৫০ টাকা। ৪০০ গ্রামের প্রতি ক্যান ল্যাকটোজেন-২ ও ৩ ৬৫৫/৬৬০ থেকে ৪০/৪৫ টাকা বেড়ে ৭০০ টাকা। সমপরিমাণের ল্যাকটোজেন-১ প্রতি ক্যান ৬৪৫ থেকে ৩০ টাকা বেড়ে ৬৭৫ টাকা বিক্রি হচ্ছে।
অন্যদিকে চিপস মি. টুইস্ট, আলুজ চিপস, লেস চিপস, সান চিপস ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা, প্রিঙ্গল চিপস ২২০ থেকে ৩০ টাকা বেড়ে ২৫০ টাকা, মেন্টস ২০ থেকে ৫ টাকা বেড়ে ২৫ টাকা, সেন্টার ফ্রুট, সেন্টার ফ্রেস, ক্রিমফিলস ২ টাকা থেকে ৫০ পয়সা বেড়ে দুই টাকা ৫০ পয়সা, এরোপ্লেন ললিপপ ৫ টাকা থেকে ১ টাকা বেড়ে ৬ টাকা, ডান কেক ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকায় বিক্রি হচ্ছে। বেবি জেল টুথপেস্ট ৭৫ টাকা থেকে ২৫ টাকা বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।