চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো-নেইমারদের পাঠাতে চায় সৌদি আরব
সাদাকালো নিউজ
নিজদেশে ফুটবলের উন্নতিতে কাড়ি কাড়ি অর্থ খরচ করছে সৌদি আরব। দেশটির পেশাদার লিগ সৌদি প্রো লিগের বিভিন্ন দল বিশাল অঙ্কের বিনিময়ে দলে ভেড়াচ্ছে ইউরোপের নামীদামী তারকাদের। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরে যাওয়ার মাধ্যমে শুরু হয়েছিল যে ধারার একে একে সে পথে পা বাড়িয়েছেন করিম বেনজেমা, সাদিও মানে, এন্তোনিও কন্তেরা। আর সবশেষ সংযোজন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র।
মরুর দেশটি ফুটবলের পেছনে এমন কাড়ি কাড়ি অর্থ খরচ করার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও দল পাঠাতে চায় দেশটি। দেশটির ফুটবল কর্তারা ইউরপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সুংস্থা উইয়েফাকে একটি প্রস্তাবও দিতে চান এ বিষয়ে।
ইউরোপিয়ান ফুটবলে সবথেকে মর্যাদাপূর্ন প্রতিযোগিতা হিসেবে ধরা হয় চ্যাম্পিয়ন্স লিগকে। আর এতে সৌদির ক্লাব যেন অংশ নিতে পারে সে জন্য উয়েফাকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে দেশটি। ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে এমন খবর। উল্লেখ্য ইউরোপের বাইরের কোনো ক্লাবের এ প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়ম নেই।
সৌদি আরবের ক্লাবগুলো বর্তমানে দুইটি প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আরব ফুটবল এশোসিয়েশনের আয়োজিত আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ এবং এশিয়ান ফুটবল ফেডারেশনের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলে থাকে আরব বিশ্বের ক্লাব গুলো।
এদিকে কোরিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, আগামী মৌসুম থেকেই সৌদির আরবের একটি দলকে এ প্রতিযগিতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেবে কর্তৃপক্ষ। ইউরোপের বাইরের হওয়ায় ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার কথা ভাবছে তারা।
উয়েফার কাছে সৌদি প্রো লিগ জয়ী দলকে আগামী ২০২৪-২৫ মৌসুমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলতে দেয়ার অনুমতি চাইবে সৌদি কর্তৃপক্ষ। এতে দেশটির শীর্ষ চার ক্লাব আল ইত্তিহাদ, আল আহলি, আল হিলাল ও আল নাসর আন্তর্জাতিকভাবে আরও খ্যাতি কুড়োবে বলেই বিশ্বাস তাদের।