চুলা জ্বালানোর আগে যা করতে বলল তিতাস
সাদাকালো নিউজ
রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (২৬ এপ্রিল) সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্ট করে এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করলে নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করা যাবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হটলাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এর আগে, গত ২৪ এপ্রিল রাতে রাজধানীর মগবাজার, রামপুরা, বাড্ডা, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে তিতাসের পক্ষ থেকে জানানো হয়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গন্ধ বাইরে আসছে। পরে ওইদিন ভোর রাতে তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এই সমস্যার সমাধান করে।