চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার প্রেম-বিয়ে-জীবনের গল্প
সাদাকালো নিউজ
নুসরাত ফারিয়ার পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন নায়িকা। শৈশব কাটে ঢাকার সেনানিবাসে। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তাদের বসবাস। ২০২১ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
উপস্থাপক নুসরাত ফারিয়া যখন জনপ্রিয়তার চূড়ায়। তখন সুযোগ এলো নায়িকা হওয়ার। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার। এরপর ‘হিরো ৪২০’ ও ‘বাদশা দ্য ডন’ শিরোনামে আরও দুটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন তিনি।
বাংলাদেশের একক প্রযোজনায় কোনো ছবিতে নুসরাতকে না পাওয়ায় সে সময় সমালোচনাও তৈরি হয় তাকে ঘিরে। ঠিক এর পরপরি আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায়। ব্যবসায়িকভাবে সিনেমাটি ব্যর্থ হয়। তবে এরপরই ‘ধ্যাততেরিকা’ সিনেমা দিয়ে প্রশংসা কুড়ান নুসরাত ফারিয়া।
২০১৭ সালে ‘বস ২’ দিয়ে আবারও যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। এরপরের বছর অভিনয় করেন ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে। এই সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেন ফারিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে অন্য সবার মতো নুসরাত ফারিয়াও সম্পর্কের ইতি টানেন। এরপর তার কাজের পরিমাণও কমে যায়। থিতু হতে হয় বাংলাদেশের চলচ্চিত্রে। সুযোগ চলে আসে শাকিব খানের বিপরীতে অভিনয় করার। ‘শাহেনশাহ’ সিনেমার মধ্য দিয়ে দেশের বড় প্রোডাকশনে অভিনয় করেন নুসরাত ফারিয়া।
ব্যক্তিজীবন সামনে খুব কম নিয়ে আসেন নুসরাত ফারিয়া। প্রেমের গুঞ্জনের বাইরে ছিলেন তিনি। তবে ৭ বছর প্রেমের পর ২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন। তবে এখন পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তারা। তবে গেল বছরের অক্টোবরে ফারিয়া জানিয়েছিলেন, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এই নায়িকা।
এদিকে নতুন বছরের নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নুসরাত ফারিয়া। ২০২৩’এ অতীতের চেয়ে নিজেকে আরও অনেক দূর নিয়ে যেতে চান দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। এ কারণে চলতি বছরটা তার জন্য অনেকটা স্পেশাল।
এ বছরই মুক্তি পেতে যাচ্ছে ফারিয়া অভিনীত কাঙ্ক্ষিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এটি। এছাড়াও চলতি বছর বাংলাদেশ ও ভারতে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাবে।