চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন
সাদাকালো নিউজ
রেলব্রিজ দিয়ে পার হচ্ছিলেন তিন জন। হঠাৎ চলে এলো দ্রুতগতির ট্রেন। প্রাণ বাঁচাতে কি করবেন তখন? লাইনের মাঝে শুয়ে পড়ে বেঁচেও যান এদের একজন। বাকিরা দ্রুত রেললাইনের পাশে অবস্থান নেন। এমনই এক ঘটনার সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার স্বামী-স্ত্রীসহ তিন জন। মোবাইলে ধারণ করা সেই দৃশ্য এরইমধ্যে ভাইরালও হয়েছে। আখাউড়া তিতাস ব্রিজ রেললাইন ধরে হাঁটতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে গেলেন এক তরুণী।
সেখান থেকে অক্ষত অবস্থায় বেঁচেও ফিরলেন তিনি। মৃত্যুর হাত থেকে এমন আশ্চর্যভাবে বেঁচে ফিরতে দেখে বিস্মিত হয়েছেন সবাই। স্বামীর সাথে আর ননদের সাথে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। ট্রেন যখন উপর দিয়ে চলে গেছে সকলে ভেবেছিলেন হয়তো সে মৃত্যুবরণ করেছে। তখন দেখা গেল কিছুই হয়নি তার। ট্রেন চলে গেলে অচেতন অবস্থায় তার সাথে থাকা স্বামীসহ লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।
এভাবে তাঁকে বেঁচে ফিরতে দেখে স্বস্তির শ্বাস ফেলেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই সময়ের একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর তা দেখে গা হিমহিম অবস্থা নেটিজেনদেরও। তারাও ভিডিওর শেষ দেখে হাঁফ ছেড়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে এই ঘটনা ঘটে। তরুনী আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন বড় কুড়িপাইকা এলাকার গাজী মুর্শিদ মিয়ার ছেলে গাজী জুনায়েদ (২২) এর স্ত্রী।