চরম নাটকীয়তায় শেষ হলো ভারতের বিশ্বকাপ!
নাফিজা আক্তার
চরম নাটকীয়তায় শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচ। চলছে শেষ ওভারের খেলা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩ বলে ৪ রান। হাতে রয়েছে ৩ উইকেট।
সুবিধামত পাওয়া ভারতীয় বোলারের বলে বড় শট খেললেন দক্ষিণ আফ্রকার ব্যাটসম্যান। কিন্তু পার করতে পারলেন না সীমানা। ধরা পড়ে গেলেন বাউন্ডারিতে দাঁড়ানো ভারতীয় ফিল্ডারের হাতে। সঙ্গে সঙ্গে শুরু ভারতীয় দলের উদযাপন।
কিন্তু না! থামিয়ে দিলেন আম্পায়ার, জানালেন চেক করা হবে ফ্রন্ট ফুট নো বল হয়েছে কিনা। অনেক সময়ধরে থার্ড আম্পায়ার চেক করলেন সেটি, জানা গেলো পপিং ক্রিজে ছিল না বোলারের সামনের পা। ফলে সিদ্ধান্ত এলো নো বলের, বেঁচে গেলেন ব্যাটসম্যান, পেয়ে গেলেন ২টি রান।
ফলে তখন দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২ বলে ২ রানে। বাকি দুই বলে একটি করে সিঙ্গেল নিয়ে সহজেই টার্গেট ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা নারী দল।তিন ফিফটিতে হারিয়ে ২৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। জবাবে সমান ৭ উইকেটের বিনিময়ে ইনিংসের শেষ ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা
ফলে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেলো ভারতের। বাঁচা-মরার লড়াইয়ে চরম নাটকীয়ভাবে ৩ উইকেটে হেরে শেষ হলো ভারতের বিশ্বকাপ।