চমক দেখিয়েও যুক্তরাষ্ট্রে চাকরিচ্যুত বাংলাদেশের সাবেক কোচ
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় চমক ছিল যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বে পাকিস্তানের মতো দলকে হারিয়ে দলটি নিশ্চিত করেছিল টুর্নামেন্টের সুপার এইট। তার আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছিল দলটি। সে সময় বেশ প্রশংসা কুড়িয়েছিলেন দলটির কোচ স্টুয়ার্ট ল। ইতোপূর্বে বাংলাদেশর সঙ্গে যার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবার চাকরি হারিয়েছেন তিনি।
ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট লকে। গতকাল ডালাসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের লজ্জাজনক হারের পরপরই এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ক্রিকেট।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে গিয়েছিলেন ল। যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর এই অস্ট্রেলিয়ানের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার অধীনে ঐতিহাসিক জয় পায় মার্কিনিরা। সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
এরপর বিশ্বকাপে চমক শেষে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে ল কে। দায়িত্বের ৭ মাসের মাথায় চাকরিচ্যুত হতে হয়েছে তাকে । ব্যর্থতার দায় ছাড়াও তার বিরুদ্ধে দলে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে।
এর আগে ল ২০১১-১২ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবেও ছিলেন তিনি।