ঘরমুখো মুসল্লিদের পথে পথে দুর্ভোগ
সাদাকালো নিউজ
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাত শেষে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। আশপাশের মুসল্লিরা তাৎক্ষণিক বাড়ির দিকে রওনা হলেও দূর থেকে আগত মুসল্লিরা পর্যায়ক্রমে রওনা দিবেন।
কেউ পায়ে হেঁটে, কেউবা পিকাপ, মিনিবাসে বাড়ি ফিরছে। এছাড়া পূর্ব নির্ধারিত গাড়ি না থাকলে তাদের পরিবহন পেতে কষ্ট হচ্ছে। যাদের পরিবহনের ব্যবস্থা হচ্ছে তাদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।
এদিকে অতিরিক্ত মানুষ ও যানবাহনের চাপে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের সড়কে যানবাহনে ধীরগতি রয়েছে। মাঝেমধ্যে লেগে যাচ্ছে যানজট।
টঙ্গীর ইজতেমা মাঠ থেকে গাজীপুর চৌরাস্তার ভাড়া ২০-২৫ টাকা হলেও মোনাজাতের পর রওনা হওয়া যাত্রীদের গুনতে হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে ইজতেমায় আগত মুসল্লিরা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেন, মুসল্লিদের যাত্রা নিরাপদ করতে কাজ করছে পুলিশ সদস্যরা। যদি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।