গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তার পুত্র ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শেহবাজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎতের অভিযোগে এনে তাদেরকে গ্রেপ্তারের অনুমতি চেয়েছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফইএ)। দেশটির আদালত এফইএকে গ্রেপ্তারের জন্য আরও তথ্য সংগ্রহ ও তদন্ত করার নির্দেশ দিয়েছে।
শনিবারের (৪ জুন) শুনানিতে বিচারক ইজাজ হাসান আওয়ান মামলার বাদীপক্ষ ও পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সির (এফআইএ) কর্মকর্তাদের প্রশ্ন করেন, এফআইএ শেহবাজ শরিফ ও হামজা শেহবাজকে গ্রেপ্তার করতে চায় কি না?
এর জবাবে তদন্তকারী কর্মকর্তারা বলেন, তাঁরা শেহবাজ শরিফ ও হামজা শেহবাজকে গ্রেপ্তার করতে ইচ্ছুক। এদিন অবশ্য শেহবাজ ও হামজার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
জানা গেছে, শেহবাজ ও হামজার জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছেন আদালত। শনিবারের শুনানিতে প্রধানমন্ত্রী শেহবাজ ও ছেলে হামজা উভয়েই উপস্থিত ছিলেন। তবে শুনানি শেষ হওয়ার আগেই আদালতের অনুমতি নিয়ে বেরিয়ে যান তাঁরা।
এছাড়া, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১ হাজার ৬০০ কোটি পাকিস্তানি রুপি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ২০২০ সালে এ বিষয়ে লাহোরের বিশেষ আদালতে শেহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ। এক প্রতিবেদনে পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানায়।