গ্রিড উপকেন্দ্রে পানি, সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎ বন্ধ
সাদাকালো নিউজ
বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। উপকেন্দ্রটি দ্রুততম সময়ের মধ্যে চালুর চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয় জানিয়ে বিদ্যুৎ বিভাগের সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের বলেন, ‘পানি সেচে দ্রততম সময়ের মধ্যে উপকেন্দ্রটি আবার চালু করার চেষ্টা করছি।’
বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের কুমারগাঁও উপকেন্দ্রে দিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জ জেলা তলিয়ে গেলে কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র ও সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়।
বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কেও দেখা দিয়েছে বিড়ম্বনা। বৃহম্পতিবার রাত থেকেই এই দুই জেলায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক মিলছে না। ফলে মোবাইলফোনে যোগাযোগের ভোগান্তি পোহাতি হচ্ছে।