গ্রান্ট ব্র্যাডবার্নকে প্রধান কোচ বানালো পাকিস্তান
সাদাকালো নিউজ
ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সময়ে পাকিস্তান দলের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন গ্র্যান্ড ব্র্যাডবার্ন। নিজ দেশের বিপক্ষে পাকিস্তানকে বেশ বড় সাফল্যই এনে দেন এই কিউই কোচ।
পাঁচ ম্যাচের সিরিজে চারে চার জয় নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল পাকিস্তান। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হেরে গিয়ে সেই স্থান খুইয়ে ফেলে দ্য গ্রিন ম্যানরা। এরপর ব্র্যাডবার্নের টোটকায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হটিয়ে আইসিসির বার্ষিক হালনাগাদে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে বাবর আজমের দল। ফলে তাকেই (ব্র্যাডবার্ন) দুই বছরের চুক্তিতে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এদিকে দ্য গ্রিন ম্যানদের ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু পাটিক। আর আগের দায়িত্বেই থাকছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ দ্রিকুস সাইমান ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডেকন।
এর আগে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ব্র্যাডবার্ন। সেখান থেকে লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্বে যান এই কিউই কোচ। এরও আগে তিনি স্কটল্যান্ডের হেড কোচ ছিলেন।