গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৪
সাদাকালো নিউজ
রাজধানীর গুলিস্তানে একটি ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ২০ জনকে চিকিৎসার জন্য নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ভবনটির নিচ তলায় সেনেটারি দোকান এবং উপরের চারটি ফ্লোরে একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।
তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ২০ জন হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।