গায়ক আকবরের ক্যারিয়ার-জীবন দুটোই শঙ্কায়!
নাফিজা আক্তার
‘তোমার হাত পাখার বাতাসে’ এবং ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গান দুটি দিয়ে সারা দেশে আলোড়ন ফেলেছিলেন আকবর নামে যশোরের এক রিকশাচালক। যশোরে রিকশা চালালেও তার কণ্ঠে ছিল সুরের জাদু। কিন্তু হুট করেই আড়ালে চলে যান তিনি। ১৮ বছর আগে কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি ইত্যাদির মঞ্চে গেয়ে রীতিমতো চমকে দেন তিনি। সেই আকবরই এখন অসুস্থ হয়ে বিছানায় মানবেতর জীবন যাপন করছেন।
হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন এ গায়ক। একইসঙ্গে দেখা দেয় ডায়াবেটিসও। এ কারণে হুট করেই থমকে যায় আকবরের চলার গতি। কারণ সংসারে তিনিই ছিলেন অর্থ উপার্জনের একমাত্র ব্যক্তি। সম্প্রতি আকবরের এ কঠিন সময়েও তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার আবিষ্কারক হানিফ সংকেত। কিন্তু ছন্দ পতনের জীবনে নতুন করে ছন্দ ফিরে পাওয়ার আগেই আবার সেই পুরনো অসুখ তাকে আক্রমণ করে বসে।
আকবর জানান, ‘একবারে ঘরে পড়ে গেছি। কিছুই করতে পারছি না। যা সঞ্চয় ছিল সবই অসুখের পেছনে শেষ করেছি। কয়েক দফায় হানিফ সংকেত স্যার সাহায্য করেছেন। তার টাকা দিয়েই চিকিৎসা চালিয়েছি। তিনি তো আমার জন্য অনেক করলেন, আর কত করবেন?’ বর্তমানে মিরপুর ১৩ নম্বরে ভাড়া বাড়িতে বিছানায় শুয়েই দিন কাটছে তার। ঠিকমতো চলাফেরা করতেও কষ্ট হচ্ছে আকবরের। তাই আর গান গাওয়া হচ্ছে না শিল্পীর।