গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করবেন আয়ুশমান
সাদাকালো নিউজ
ভারতের খ্যাতনামা সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে সবাই ভালোবেসে ‘দাদা’ বলে ডাকেন। ক্যারিয়ারে ১৬টি সেঞ্চুরিসহ দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ছেলেবুড়ো সবাইকে মুগ্ধ করে রেখেছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসর নিয়েও যেন সত্যিকারে অবসর হয়নি তার। ব্যাট-বল ছেড়ে আসার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন; দায়িত্ব পালন করেছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি হিসেবেও।
বেশ কিছুদিন ধরেই সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণ নিয়ে কথা হচ্ছে। ছবির চিত্রনাট্য লেখার কাজেও নাকি নিজেই হাত লাগিয়েছেন ‘দাদা’। শুরুতে বায়োপিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে রণবীর কাপুরের অভিনয় করার কথা শোনা গিয়েছিল। কিন্তু কিছুদিন আগে রণবীর নিজেই জানিয়ে দিয়েছেন, এই ছবির প্রস্তাব তার কাছে আসেনি। এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আয়ুশমান খুরানা!
ক্রিকেট নিয়ে বলিউড চলচ্চিত্র নির্মাতাদের যে বিশেষ আগ্রহ রয়েছে তা আগেই প্রমাণ পাওয়া গেছে। এমএস ধোনি থেকে শুরু করে মিতালি রাজ… অনেক ক্রিকেটারের জীবনের গল্পই রূপালি পর্দায় উঠে এসেছে। সৌরভ গাঙ্গুলির দীর্ঘ ক্যারিয়ার ও তার নিজস্ব ব্যক্তিত্ব-জীবনবোধ পর্দায় ফুটিয়ে তুলতে যে একজন পারফেক্ট অভিনেতাই খুজবেন পরিচালক, তাতে আর আশ্চর্য হওয়ার কিছু নেই।
জানা গেছে, রণবীর নিজে শুধু ডানহাতি ব্যাটার হলেও, আয়ুশমান খুরানা দুই হাতেই খেলতে পারেন। এদিকে সৌরভ গাঙ্গুলি নিজে বাঁ-হাতি হওয়ায়, আয়ুশমান খুরানা হয়তো এ চরিত্রের জন্য সঠিক পছন্দ হতে পারেন!