গরমে ভিড় বাড়ছে হাসপাতালে
‘গত শুক্রবার আমার মেয়ে শোভার জ্বর হয়, রাত থেকে শুরু হয় পাতলা পায়খানা। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, ডায়রিয়ার কারণে শোভার শরীরে সোডিয়াম, পটাশিয়াম কমে গেছে। আমার মেয়ের শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। তাকে হাসপাতালে আরও দুদিন রাখা লাগবে’ — এমনটাই বলছিলেন ৮ বছরের শিশু শোভার মা আয়েশা বেগম। অসুস্থ মেয়েকে নিয়ে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান তাপপ্রবাহের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ফলে ভিড় বাড়ছে হাসপাতালে। গরমের মৌসুমে স্বাভাবিকভাবেই দেশে জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগীর সংখ্যা বেড়ে যায়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সরেজমিনে রাজধানীর শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরেও দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। এদের বেশিরভাগ রোগীরা জ্বর, সর্দি কাশি, হিটস্ট্রোক, পেটের সমস্যা, টাইফয়েড ও পানিবাহিত হেপাটাইটিসে ভুগছেন। তীব্র গরম, আবহাওয়ার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাবার ও পানি খাওয়ার কারণেই রোগ বাড়ছে। হাসপাতালের জরুরী বিভাগে রোগীর চাপ সবচেয়ে বেশী দেখা যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে অনেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছেন, কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে শয্যা পেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের।