খেলাপি ঋণের পরিমাণ বেড়ে সাড়ে ১৪ হাজার কোটি টাকা
সাদাকালো নিউজ
খেলাপি ঋণের পরিমাণ কমানোর জন্য বাংলাদেশ সরকার ঋণগ্রহীতাদেরকে নানা সুযোগ সুবিধা দিলেও ব্যাংক খাতে খেলাপি ঋণ আবারও বেড়েছে। বর্তমানে সব মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকার বেশি। যা শতকরা হিসেবে মোট ঋণের প্রায় ৮ শতাংশ।
এক হিসেবে দেখা যায়, ২০২০ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ। আর চলতি বছরের এক বছরে খেলাপি ঋণ বেড়েছে আরও ১৪ হাজার ৫৩৯ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের পরিমাণ কমাতে ঋণ পরিশোধের জন্য নানা রকম সুবিধা দিয়েও আশানুরূপ ফল পাচ্ছে না। বরং বেড়েই চলছে খেলাপির পরিমাণ।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৩ লাখ ১ হাজার ৭৯৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকা। যা মোট ঋণের ৭ দশমিক ৯৩ শতাংশ।