খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসকসহ সব সফরসঙ্গীর ভিসা–প্রক্রিয়াও শেষ হয়েছে।
তাঁর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার (৮ নভেম্বর) ‘লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ তাঁকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে তাঁর বিদেশযাত্রা দু-এক দিন পিছিয়ে যেতে পারে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদ্রোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।