ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক দিনের বেতন দিলো ভোক্তা অধিদপ্তর
সাদাকালো নিউজ
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ভোক্তার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান রোববার (৯ এপ্রিল) দুই লাখ টাকার একটি চেক দোকান মালিক সমিতির সভাপতির হাতে তুলে দেন।
জানা গেছে, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান এবং অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিলপূর্বক এ অর্থ দেওয়া হয়।
এর আগে, গত ৪ এপ্রিল আগুন লেগে বঙ্গবাজারের পাঁচটি মার্কেটের পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার পর অনেকেই ব্যবসায়ীদের সহযোগিতা করতে হাত বাড়িয়েছেন। কিন্তু ব্যবসায়ী না হয়েও অনেক ব্যক্তি এই অর্থ সহায়তা নিচ্ছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারণে আইএফআইসি ব্যাংকে ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’ নামে একটি ব্যাংক হিসাব (০২০০০৯৪০৬৬০৩১) চালু করা হয়েছে। যাতে প্রকৃত ব্যবসায়ীরা সহায়তা পান।