গরমে শ্রেনী কক্ষকেই বানালেন সুইমিং পুল!
তীব্র তাপপ্রবাহে নাকাল বাসিন্দারা। গরম থেকে রেহাই পেতে কত কি আয়োজন। বন্ধ হচ্ছে স্কুল কলেজ। তবে এই তাপদাহের মধ্যেও শিশুদের নিরাপদ রাখতে স্কুলের ক্লাসরুমকেই সুইমিং পুল বানিয়ে দিলেন শিক্ষকরা। আর এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া ক্লিপটি ৭ এপ্রিল ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। যা তারপর থেকে ক্রমাগত ভাবে হারে ভাইরাল হতে শুরু করে। এই ভিডিও দেখে নেটিজেনরা খুব খুশি। অনেক ইউজার এই ভাইরাল হওয়া ক্লিপটি শেয়ারও করেছেন। অনেক ইউজার এই ভাইরাল হওয়া ক্লিপটি সেভ পর্যন্ত করেছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজের একটি সরকারি স্কুলে। এই স্কুলের ভাইরাল হওয়া সেই ভিডিওতে ক্লাসরুমের ভিতরে তৈরি পুলে বাচ্চাদের সাঁতার কাটতে দেখা যায়।
অল ইন্ডিয়া রেডিও নিউজ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে, যা ইন্টারনেটে ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, বাচ্চাদের দাবিতে ক্লাসরুমটিকে একটি সুইমিং পুলে রূপান্তর করা হয়েছে। আর ক্যাপশনে লিখেছেন – “উত্তরপ্রদেশ: কনৌজ জেলার মাহসোনাপুর উমরদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের অনুরোধে ক্লাস রুমে একটি কৃত্রিম সুইমিংপুল তৈরি করেছেন, যা শিশুরা খুব উপভোগ করেছে।” ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে, পুরো স্কুল কক্ষে টেবিল ও চেয়ার নেই।
আর তার জায়গায় শিশুদের জলে মজা করতে দেখা যাচ্ছে। নেটিজেনরাও শিশুদের মুখে আনন্দ অনুভব করছেন। কেউ কেউ শিক্ষকদের প্রশংসা করেছেন আবার কেউ কেউ তাদের শৈশবের অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন।
এই ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে নিজের মতামত জানাতে মন্তব্য করেছে। একজন ইউজার তার কমেন্টে লিখেছেন – ‘বাহ… কী সুন্দর দৃশ্য।’ আমার মনে আছে, আমি আমার বাথরুমে একটি সুইমিং পুল তৈরি করতাম, ‘এই সুন্দর প্রচেষ্টার জন্য শিক্ষকদের অভিনন্দন।’ ধনী পরিবারের একটি শিশু কি সেখানে সাঁতার কাটবে? এটা তাদের সরলতা যে তাদের যা কিছু দেওয়া হয়, তারা তাতে খুশি হয়।