ক্রেডিট সুইস হারাল প্রায় ৭ হাজার কোটি ডলার
সাদাকালো নিউজ
সুইজারল্যান্ডের অন্যতম পুরোনো ব্যাংক ক্রেডিট সুইস চলতি বছরের প্রথম তিন মাসে ৬ হাজার ৮০০ কোটি ডলার পরিমাণ সম্পদ হারিয়েছে। তবে ব্যাংকটির লোকসানের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। তবে মালিকানা বদল হলেও ব্যাংকটির সংকট পুরোদমে এখনও কাটেনি। গতকাল সোমবার ব্যাংক কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
তারা বলছে, ব্যাংকটি থেকে গ্রাহকদের অর্থ তুলে নেওয়ার প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রাহকদের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭০০ কোটি ফ্রাঙ্কে। এ সময় নতুন করে সঞ্চয়ের পরিমাণ তেমন একটা বাড়েনি।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইস। সরকারি সহায়তায় ৩২৩ কোটি ডলারে ১৬৭ বছর পুরোনো ব্যাংকটিকে কিনে নিয়েছে সুইজারল্যান্ডের এজি ইউবিএসজি গ্রুপের ব্যাংক ইউবিএস। একই সঙ্গে দায় নিয়েছে ব্যাংকটির ৫৪০ কোটি ডলার ক্ষতির। তবে মালিকানা পরিবর্তনের পর নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইউবিএসকে।