ক্রিকেটাররা গাড়ি নয় যে,পেট্রোল দিলেই চলবেঃ স্টোকস
সাদাকালো নিউজ
এত এত খেলার ধকল সইতে না পেরে ওয়ানডেকে বিদায় বলেছেন বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে এই ফরম্যাটে জীবনের শেষ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। বছরজুড়ে এত বেশি সূচি রেখে ক্রিকেটারদের সঙ্গে গাড়ির মতো আচরণ না করতে ক্রিকেট প্রশাসকদের অনুরোধ করেছেন তিনি।
ইংল্যান্ড গত কয়েক মাস ধরে অবিরাম ক্রিকেট খেলছে। শুধু জুলাইয়েই ১৭ দিন মাঠে ছিল তারা। সামনের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
টেস্ট ম্যাচ স্পেশালকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বললেন, ‘আমরা (ক্রিকেটাররা) গাড়ি নই যে আপনারা শুধু পেট্রোল ভরবেন আর আমরা ফের চলতে শুরু করবো। একই সময়ে আমাদের টেস্ট সিরিজ ছিল এবং ওয়ানডেও খেলতে হয়েছে, এটা খুবই অদ্ভুত।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র তিন ওভার বল করেন স্টোকস এবং করেন মাত্র ৪৮ রান। রোহিত শর্মার দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে স্টোকস জানান।
মূলত টেস্ট ক্যারিয়ার আরও লম্বা করতেই এই সিদ্ধান্ত নেন স্টোকস। তার অনুপ্রেরণা ৩৬ বছর বয়সী স্টুয়ার্ট ব্রড ও ৩৯ বছরের জেমস অ্যান্ডারসন, যারা শুধু লাল বলের ক্রিকেটেই খেলে যাচ্ছেন।
বর্তমান টেস্ট অধিনায়ক স্টোকস বললেন, ব্রডের সঙ্গে কথা বলে তার উপলব্ধি হয়েছে সাদা বলের যে কোনো একটি ফরম্যাট তার ছেড়ে দেওয়া উচিত।