ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন ইয়ন মরগ্যান
সাদাকাল নিউজ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান (Eoin Morgan)। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা টি২০ লিগের প্রথম আসরের শেষ দিনে পেশাদার ক্রিকেট থেকেও অবসরের কথা জানালেন ইংল্যান্ডের প্রাক্তন এই মিডল অর্ডার ব্যাটার। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইয়ন মরগ্যানের নেতৃত্বেই ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।
২০১৫ সালের বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের যে রূপ পরিববর্তন হয় তা মরগ্যানের হাত ধরেই। নিজে ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ৩৯.২৯ গড়ে রান করেছেন ৭,৭০১ রান। ২০ বছরের কেরিয়ারে তিন ফরম্যাটে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ২৪ হাজার ৪৭৬ রান করেন মরগ্যান। এর মধ্যে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১০২টি। লিস্ট ‘এ’ ৩৭৯ ও টি২০তে খেলেছেন ৩৭৪ ম্যাচ। ২০১২ সালে ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট খেলেন মরগ্যান।