ক্যান্সার আক্রান্ত বাবা মেয়ের শ্বশুর বাড়িতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়ে গরু কিনে পাঠিয়েছিলেন

সাদাকালো নিউজ
লেখকঃ মিরাজ হোসাইন
চট্টগ্রামের ক্যান্সার আক্রান্ত এক বাবার একটি ভিডিও দেখলাম, কোরবানির ঈদে মেয়ের শ্বশুর বাড়িতে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে তিনি গরু কিনে পাঠাচ্ছেন।
এইটাই নাকি ওখানকার ট্র্যাডিশন, বিয়ের পর প্রথমবার মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে গরু কিনে পাঠাতে হয়, মেয়ের বাবার সামর্থ্য থাকুক আর না থাকুক, ধার দেনা করে হলেও মেয়ের শ্বশুর বাড়িতে গরু ছাগল পাঠাতে হবে। এটাই অলিখিত নিয়ম, যুগের পর যুগ এভাবেই চলে আসছে।

ক্যান্সারের পেশেন্ট বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করা হল, না পাঠালে কি হবে?
বৃদ্ধ বাবা কান্না চেপে বললেন, না পাঠালে আমার মেয়েকে কথা শোনাবে, আমি যতদিন জীবিত আছি আমার মেয়েকে কেউ কথা শোনাতে পারবে না, তাই কষ্ট করে হলেও মেয়ের সুখের জন্য এসেছি
হায়রে সুখ, হায়রে ট্র্যাডিশন … 

https://www.facebook.com/100004566947154/videos/4699319106835846/