ক্যাটরিনার পোশাকটির মূল্য কত?
সাদাকালো নিউজ
সাধারণত দৃষ্টিনন্দন ও বিলাসী জিনিসপত্র ব্যবহার করে থাকেন শোবিজ অঙ্গনের তারকারা। এসব কারণে মাঝেমধ্যে আলোচনায়ও উঠে আসেন। এদিকে থেকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও কম যান না!
কয়েক দিন আগে ক্যাটরিনা তার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, ক্যাটরিনার পরনে মিনি ড্রেস। আর এই পোশাক নিয়ে চলছে আলোচনা। কারণ পোশাকটি তৈরি করেছে নামি ব্যান্ড জিমারম্যান।
প্রতিষ্ঠানটির ওয়েব সাইট ঘুরে দেখা যায়, প্রিমা প্যানেলড মিনি ড্রেসের বর্তমান মূল্য ১ হাজার ৭৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ লাখ ৮১ হাজার ৫৬৪ টাকা।
গত ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। তারপর সংসার গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। কিছুদিন আগে জানা যায়, প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন ক্যাটরিনা-ভিকি। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই দম্পতি।
ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘ফোন ভূত’। এছাড়া ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’ এবং ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।