কোন ধর্মের অনুসারী শাহরুখের ৩ সন্তান?
সাদাকালো নিউজ
১৯৯১ সালের ২৫ অক্টোবর। সে সময় হিন্দু-মুসলিম বিয়েতো দূরের কথা প্রেমের সম্পর্ককেও পাপ হিসেবে দেখা হতো। তবে সেই ধর্মবিভেদ আলাদা করতে পারেনি তাদের। ভেসেছেন প্রেমের জোয়ারে। হাজার বাধা পেরিয়ে বিয়েও করেছিলেন তারা।
বলছি বলিউড বাদশা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের কথা। ধর্ম, সামাজিক বাধা, পারিবারিক চাপ- সবকিছু এড়িয়ে হিন্দু রীতিতে গৌরীর গলায় মালা পরিয়েছিলেন কিং খান। বিয়ের পর নিজের ধর্মও পরিবর্তন করেননি গৌরী।
এক অনুষ্ঠানে গৌরী জানান, শাহরুখকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন। তার ধর্মকে তিনি সম্মান করেন। তার মানে এই নয় যে, তাকে ধর্ম ত্যাগ করতে হবে। শাহরুখের ভাবনাও গৌরীর মতোই। তাই ঈদ থেকে দীপাবলি- সব রকমের উৎসব পালন করে তাদের দুই পরিবার।
শাহরুখ খানের সূত্র ধরে প্রায় সময় আলোচনায় থাকেন ছেলে আরিয়ান খান। তিনি কোন ধর্মের অনুসারী এটি জানতেও ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। এ কারণে বিভিন্ন অনুষ্ঠানে ছেলেমেয়ের ধর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বলিউডের এই পাওয়ার কাপলকে।
এক অনুষ্ঠানে আরিয়ানের ধর্ম নিয়ে শাহরুখপত্নী জানান, আরিয়ান একদম তার বাবার মতো। বাবার সঙ্গেই তার বেশি ভাব। তাই বাবার ধর্ম ইসলামকেই বেছে নিয়েছে সে। একি প্রশ্নের জবাবে শাহরুখ জানান, তার বাড়িতে ধর্ম নিয়ে খুব একটা আলোচনা হয় না।
কিং খান জানান, তার সন্তানরা যখন প্রথম স্কুলে যায় তখন তাদের ফর্মে ধর্মের কথা জানতে চাওয়া হয়। তিনি সেখানে সহজ কথায় লিখে দেন, আমরা ভারতীয়। অবশ্য শাহরুখের তিন ছেলেমেয়ের নামের শেষে ‘খান’ পদবি যুক্ত আছে। বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং সবচেয়ে ছোট ছেলে আবরাম খান।
বলিউডে যেখানে একের পর এক বিচ্ছেদের খবর ভেসে বেড়ায়, সেখানে দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস করে আসছেন শাহরুখ-গৌরী। তিন সন্তানকে নিয়ে সুখে-শান্তিতে সংসার করছেন তারা। মাঝে ছেলে আরিয়ান খান না সেব্য পণ্য কাণ্ডে জড়িয়ে কঠিন সময় পার করলেও সেটা এখন অতীত।
ক‘দিন আগে বলিউডেও পা রেখেছেন আরিয়ান। তবে বাবার মতো পর্দায় নয়, ক্যামেরার পেছনের কাজেই আগ্রহ তার। অভিনেতা নয়, আরিয়ান হতে চায় পরিচালক। সম্প্রতি তার পরিচালনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন শাহরুখ। ফলে শুরুতেই বলিউড বাদশাকে অ্যাকশন বলার সুযোগ পেলেন আরিয়ান। এখন ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা খুব তাড়াতাড়ি আরিয়ানের পরিচালনায় সিনেমাও দেখতে পাবেন তারা।