কে এই বিজু? কিভাবে তার প্রেমে পড়েন জয়নাল হাজারী?
রাকিবুল ইসলাম
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী। এক সময়কার প্রভাবশালী এই নেতা রাজনীতিতে জনগণের হৃদয়ে জায়গা করে নেন। তবে কোনো সঙ্গিনীর বাহুডোঁরে বাঁধা পড়া হয়নি তার। কিন্তু কেন তার এই একলা যাপন? কেনইবা কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি?
সদ্য মারা যাওয়া জয়নাল হাজারীর চিরকুমার থাকা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে জনমানুষের মধ্যে কৌতূহল ছিলো অনেক আগে থেকেই। নতুন করে আবার তার প্রেমিক চরিত্রকে স্মরণ করছে মানুষ।
জয়নাল হাজারীর চিরকুমার থাকার পেছনে ‘বিজু’ নামের এক তরুণীর সঙ্গে বিচ্ছেদের কাহিনী এখন সবার মুখে। হাজারী তার নিজের লেখা বইতেও বিজুর কথা লিখেছেন। সে সময় হাজারীর লেখা ‘বিজুর বিচার চাই’ বইটি ব্যাপক আলোচনারও জন্ম দিয়েছিলো।
২০১৯ সালের ২৯ অক্টোবর বেসরকারি টেলিভিশনে বিজুকে নিয়ে কথা বলতে শোনা যায় জয়নাল হাজারীকে। তার ভাষায়, ‘বিজু আর আমি ফেনি কলেজের শিক্ষার্থী ছিলাম। তার সঙ্গে আমার প্রেম ছিল। আমি যুদ্ধে যাওয়ার পর বিজুর পরিবার আত্মগোপন করে।’
‘সেখানে এক রাজাকার জোর করে তাকে বিয়ে করে। বিজুর সঙ্গে আমার কথা ছিল তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তবে পড়ে জানতে পারি, সে খুব একটা চাপে পড়ে বিয়ে করেনি। তার বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে।’
তিনি বলেন, যুদ্ধের দিনগুলোতে খবর পেয়েছিলাম বিজুর বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আমার আসার উপায় ছিল না। আমি ইচ্ছে করলে তার কাছ থেকে বিজুকে ছিনিয়ে আনতে পারতাম। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আরও দলবল ছিল আমার। কিন্তু আমি সেটা করিনি।
বিজু প্রতিশ্রুতি ভঙ্গ করে বিয়ে করায় রেগেও গিয়েছিলেন জয়নাল হাজারী। এর ফেলে প্রেমিকার বিচার চেয়ে রাস্তায় রাস্তায় পোস্টারও লাগিয়েছিলেন তিনি।
ওই অনুষ্ঠানে জয়নাল হাজারী জানান, এরপর তার জীবনে আর কোনো নারী আসেনি।