কে এই নায়িকা ইপসিতা শবনম শ্রাবন্তী?
সাদাকালো নিউজ
ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। অভিনয়কে বিদায় জানিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন তিনি। সুযোগ পেলেই দুই মেয়েকে নিয়ে ঘুরতে আসেন বাংলাদেশে। শোবিজ অঙ্গন ছাড়ার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শ্রাবন্তী। তাই নিজের স্বাস্থ্যের দিকে একেবারেই মনোযোগী হতে পারেননি। সেজন্য তার ওজন বেড়ে হয়েছিল ১১০ কেজি! তবে সেখান থেকে নিজেকে ফের আগের অবস্থানে নিয়ে এসেছেন এই তারকা।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্রাবন্তী। যেখানে নিজের দুই সময়ের দুটি ছবি দিয়েছেন। একটি ছবি তার ওজন বেড়ে যাওয়ার পর এবং অন্যটি ওজন কমানোর পরের। হুট করে শ্রাবন্তীর এমন পরিবর্তন দেখে, জল্পনা তৈরি হয়, ফের অভিনয়ে ফিরবেন শ্রাবন্তী!
তবে এই জল্পনার অবসান ঘটিয়ে ছবি দুটির ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি। কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’
অভিনেত্রীর এমন পরিবর্তন অনেককে আকর্ষণ করেছে। পোস্ট পছন্দ করেছেন সাত হাজারেরও বেশি লোক। মন্তব্যের ঘরে গিয়ে অনেকেই শ্রাবন্তীর কাছে তাঁর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চেয়েছেন।