কে এই নাজমুল হাসান পাপন? কীভাবে হলেন বিসিবির সভাপতি?
জহুরা প্রিতু
নাজমুল হাসান পাপন ।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এক দশক ধরে এই পদে আছেন তিনি । ২০১২ সালে হন বিসিবির সভাপতি। তার নেতৃত্বে বিসিবি এখন এখন বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড।
তবে অনেকটা হঠাৎ করেই বিসিবির সভাপতি হন পাপন। অন্য সবার মতো তিনিও অবাক হয়েছিলেন বিসিবির সভাপতি হিসেবে নিজের নাম শুনে।
বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে কুয়েতে একটি সফরে ছিলেন পাপন। সেখানেই তিনি সভাপতি হিসেবে নিজের নাম প্রথম শোনেন।
সেই দিনের কথা জানালেন বিসিবি সভাপতি নিজেই। পাপনের ভাষায়, কুয়েত সফরের সময় প্রথমে তার বোন তাকে ফোন করে জানান; টিভিতে দেখাচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন এই সংবাদে অবাক হন। এটা কীভাবে হলো!
সভাপতি হিসেবে নিজের নাম জেনে কেন অবাক হয়েছিলেন জানালেন তাও। পাপন বলেন, কুয়েতে যাওয়ার আগে একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিসিবির জন্য তিনজনের নাম বলেন তিনি। একটি নাম শুনে ‘আচ্ছা’ বলেছিলেন প্রধানমন্ত্রী। তালিকাতে তার নামই ছিল না। তাই সভাপতি হিসাবে তার নাম শুনে অবাক হন পাপন।
২০১৩ সালের আগ পর্যন্ত বিসিবি সভাপতি মনোনীত করতো সরকার। নাজমুল হাসান পাপনকে ২০১২ সালে সরকার বিসিবির সভাপতি মনোনিত করেন। এরপর ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।
কিশোরগঞ্জ জেলার উত্তর ভৈরবপুর এলাকায় নাজমুল হাসান পাপন জন্ম নেন ৩১ মে, ১৯৬১ সালে। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন তিনি।
পাপনের পিতা বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং মা রাজনীতিবিদ আইভি রহমান। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য। কিশোরগঞ্জ-৬ আসনের সাংসদ তিনি।
নাজমুল হাসান পাপন দেশের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতিও তিনি।