কে এই নকল সালমান খান আজম আনসারি?
রাকিবুল ইসলাম
সুঠাম দেহ, গায়ে জামা নেই। পরনে ফ্যাশনেবল প্যান্ট, মাথায় ক্যাপ। বলিউড অভিনেতা সালমান খান যেমন ডিজাইনের জুতা, প্যান্ট, ক্যাপ পরে থাকেন তেমন ডিজাইনের পোশাক পরেন তিনিও। তাঁর শারীরিক গড়নও অনেকটা সালমান খানের মতো।
কখনও ‘দাবাং’ সিনেমার গানে সালমানের মতো স্টেপ, আবার কখনও ‘তেরে নামের রাধে’ সেজে রাস্তায় বের হন তিনি। তাকে দেখলেই সড়কে মানুষের জটলা বেঁধে যায়। দেখলে বোঝার উপায় নেই তিনি বলিউড সুপারস্টার সালমান খান নন।
৩৪ বছর বয়সী ওই নকল সালমান খানের আসল নাম আজম আনসারি। ভারতের লখনৌর বাসিন্দা তিনি। উত্তরপ্রদেশে তিনি সালমান খান হিসেবে ব্যাপক পরিচিত।
অবিকল সালমান খানকে অনুকরণ করে ভিডিও বানাতে পারেন তিনি। দেখতেও অনেকটা বলিউড ভাইজানের মতো। চলাফেরা আর কথা বলার স্টাইলেও সবসময় নকল করেন সালমান খানকে। এভাবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তাও। তাঁর বানানো প্রায় সব ভিডিওই ঝড়ের মতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নকল সালমান খান হলেও আজম আনসারির ভক্তকুলও কম নয়। শুধুমাত্র ইউটিউবেই তাঁর অনুসারির সংখ্যা প্রায় ২ লাখ। তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামেও রয়েছে অসংখ্য ফলোয়ার।
ভারতের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই খালি গায়ে ভিডিও বানাতে দেখা যায় আনসারিকে। সেই ভিডিও আবার প্রশংসিতও হয়। আবার এই ভিডিও বানাতে গিয়ে বেশ কয়েকবার বিপাকেও পড়তে হয়েছে তাঁকে।