কেলেঙ্কারির কাঠগড়ায় আরেক তারকা সন্তান
সাদাকালো নিউজ
শাহরুখপুত্র আরিয়ানের রেশ না কাটতেই ফের কেলেঙ্কারির কাঠগড়ায় বলিউডের আরেক তারকা সন্তান। পার্টিতে না-সেবনদ্রব্য সেবনের অভিযোগে এবার পুলিশের হাতে চিত্রনায়িকা শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর।
পুলিশের সূত্র দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, ১২ই জুন রাতে ভারতের বেঙ্গালুরুর এম জি রোডের একটি বিলাসবহুল হোটেলে আচমকা হানা দেয় পুলিশ। সেখানে তখন চলছিল পার্টি। ওই পার্টির খবর নাকি আগে থেকেই জানতো পুলিশ। পরে সন্দেহভাজন ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে সিদ্ধান্তসহ আরও ৬ জনের ফল পজিটিভ আসে। তারপরেই তাঁদের ধরে পুলিশ।
জানা গেছে, এই পার্টিতে অংশ নেয়ার জন্যই মুম্বাই থেকে বেঙ্গালুরুতে উড়ে গিয়েছিলেন সিদ্ধান্ত। কিন্তু তিনি আগে থেকেই এসবকাণ্ডে জড়িত নাকি পার্টিতে এসে না সেবনদ্রব্য নিয়েছেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি আইনের লোকেরা।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। নিউইয়র্কের লি স্ট্রাসবার্গ এবং ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন তিনি। অভিনয় জগতে পা দেয়ার আগে একজন ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে সহকারী পরিচালক হিসেবে দুই বছর কাজ করেন।
২০১৩ সালে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সিদ্ধান্তের। এরপর আরও বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে। কিন্তু কোনও ছবিই তাঁকে সাফল্য এনে দিতে পারেনি। বেশির ভাগ ছবিতেই তাঁকে দেখা গেছে পার্শ্ব চরিত্রে।