কে এই জুডোকা ফেথি নুরিন?
সাদাকালো নিউজ ডেস্ক
প্রথম রাউন্ডে জিতলে দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ হতেন ইসরায়েলের তোহার বাটবাল। কিন্তু ফিলিস্তিনের প্রতি রাজনৈতিক সমর্থনের কারণে ইসরায়েলের কারও মুখোমুখি হতে চাননি আলজেরিয়ার জুডোকা ফেথি নুরিন। সেকারণে তিনি নাম প্রত্যাহার করে নেন টোকিও অলিম্পিক থেকে।