কে এই জবিউল্লাহ মুজাহিদ ,প্রকাশ্যে চেহারা দেখে সাংবাদিকরা অবাক!
সাদাকালো নিউজ ডেস্ক
আফগানিস্থানের বেশিরভাগ প্রদেশসহ রাজধানী কাবুল বিজয় করেছে তালেবান। এতোদিন এই দলের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন জবিউল্লাহ মুজাহিদ। তবে কেউ তার চেহারা দেখেননি! বিগত দশ বছর ধরে সাংবাদিকেরা জাবিউল্লাহ মুজাহিদের কণ্ঠ শুনেছে শুধু। তবে এই প্রথম প্রকাশ্যে তাকে দেখলেন।
অনেক সাংবাদিকই এতদিন ধন্দে ছিলেন। জাবিউল্লাহ মুজাহিদ কি একজন ব্যক্তি নাকি কয়েকজন ব্যক্তি এই নামটি ব্যবহার করে সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন?
সব রহস্য ছাপিয়ে ১৭ই আগস্ট প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন তিনি। তালেবানের এই সংবাদ সম্মেলনের দিকে চোখ ছিল গোটা বিশ্বের। কী বার্তা দিতে যাচ্ছে রাজধানী কাবুল দখল নেয়া দলটি। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
ফোনের অপর প্রান্ত থেকেই কেবল কণ্ঠস্বরই শোনা যেত তার, বছরের পর বছর ধরে আড়ালে থেকেই দলের কাজ পরিচালনা করে আসছিলেন মুজাহিদ।
এক দশকেরও বেশি সময় ধরে কথা বলা একজন লোকের চেহারা দেখে ‘হতবাক’ হয়ে গিয়েছেন বলে জানান বিবিসির ইয়ালদা হাকিম। এতদিনে আড়ালে থাকায় অনেকেই তার আসল পরিচয় নিয়ে প্রশ্ন তুলে আসছিল।
এ নিয়ে বিবিসির আন্তর্জাতিক সংবাদদাতা লাইস ডুসেট বলেন, দলটির বিভিন্ন তথ্য জানতে এতদিন জবিউল্লাহর সঙ্গে ল্যান্ডলাইনের মাধ্যমে যোগাযোগ করতে হতো তাদের।